Various useful Sanskrit Computational tools
পদবিশ্লেষিকা (Morphological Analyser)
আপনি কোন একটি সংস্কৃত গল্প পড়ছেন কিন্তু সেখানে প্রযুক্ত পদটির ব্যুৎপত্তি বুঝতে পারছেন না। পদটিতে কি ধাতু আছে? কি প্রত্যয় আছে? অথবা বিভক্তি ও বচন বুঝতে পারছেন না সেটি বোঝার জন্যই এই টুলটির ব্যবহার হয়ে থাকে। এখানে আপনি সুবন্ত অথবা তিঙন্ত যে কোন পদ দিলে তার প্রকৃতি প্রত্যয় দেখিয়ে দেবে। শুধু তাই নয় শব্দটির ওপর ক্লিক করলে শব্দটির অর্থ এবং পর্যায়বাচকশব্দগুলিও জানতে পারবেন। সেই শব্দের সাতটি বিভক্তিতে কি কি রূপ হয় তাও জানতে পারবেন। ধাতু হলে তার অর্থ এবং দশলকারে কি কি রূপ হয় তাও জানতে পারবেন।
লিংকটি হল - https://sanskrit.uohyd.ac.in/scl/
Path: Tools>Morphological Analyser
সন্ধি (Sandhiḥ)
আমরা জানি সাধারণত সন্ধি তিন প্রকার- স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আপনি এই তিন প্রকার সন্ধি এই টুলটি ব্যবহার করে করতে পারেন। শুধু তাই নয় সেখানে কোন সূত্রের/বার্তিকের দ্বারা কি ধরনের সন্ধি হয়েছে তাও জানতে পারবেন
সন্ধিবিচ্ছেদিকা (Sandhi-Splitter)
এই টুলটির ব্যবহার করে আপনি যে কোনো সন্ধিযুক্তপদের সন্ধিবিচ্ছেদ করতে পারবেন।
নামরূপনিষ্পাদিকা (Noun-Generator)
ক্রিয়ারূপনিষ্পাদিকা (Verb-forms-Generator) - https://sanskrit.uohyd.ac.in/scl/
কৃদন্তরূপনিষ্পাদিকা (Krt-Generator) - https://sanskrit.uohyd.ac.in/scl/
তদ্ধিতরূপনিষ্পাদিকা (Taddhita-Generator) - https://sanskrit.uohyd.ac.in/scl/
সুবন্তরূপসাধিকা (Subanta Generator) - https://www.sanskritworld.in/index/Sanskrittool
তিঙন্তরূপসাধিকা (Tinganta Generator) - https://www.sanskritworld.in/index/Sanskrittool
লিপিপরিবর্তনিকা (Transliteration) - https://www.sanskritworld.in/index/Sanskrittool
বৈদিকস্বরসাধিকা (Vedic Accent Generator) - https://www.sanskritworld.in/index/Sanskrittool
সংস্কৃতচ্ছন্দোনির্ণায়িকা (Sanskrit Meter Analyzer) - http://1e.sanskritmetres.appspot.com/
No comments:
Post a Comment