A PLATFORM FOR SANSKRIT ACADEMICIANS

॥महामहनीय! मेधाविन्! त्वदीयं स्वागतं कुर्मः॥

Namaste. I, Dr. Srimanta Bhadra, Head & Assistant Professor, PG Department of Sanskrit, Raja Narendra Lal Khan Women's College (Autonomous), will share various study materials here related to Sanskrit language, literature and scripture especially Sanskrit Grammar. Let me know your feedback in the comments. It will encourage me and do not forget to comment your favourite topics which you want to read in future.
अवनितलं पुनरवतीर्णा स्यात् संस्कृतगङ्गाधारा
Thanks & Regards
Dr. Srimanta Bhadra

Sunday, October 9, 2022

কোজাগরী লক্ষ্মীপূজা

 কোজাগরী লক্ষ্মীপূজা

AllAboutKojagariLakshmiPuja


লক্ষয়তি প্রসন্না প্রপন্নম্ ইতি লক্ষ্মীঃ অর্থাৎ যিনি শরণাগতকে প্রসন্ন দৃষ্টিতে লক্ষ্য করেন দেখেন তিনিই লক্ষ্মী। যার সম্পদ নেই সে পাওয়ার আশায় আর যার সম্পদ আছে সে সেটাকে রক্ষা করার জন্য দেবীর আরাধনা করে। হিন্দুবাড়ির গৃহিণীরা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে ঘট ভরে মা লক্ষ্মীর পূজা করে থাকেন। কিন্তু শারদীয়া দুর্গাপূজার পরের পূর্ণিমা তিথিতেই কোজাগরী লক্ষ্মী পূজা করা হয়। কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে। এর আক্ষরিক অর্থ ‘কে জেগে আছো?’ কথিত আছে, কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে ধন-সম্পদের দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেন এবং নিজের ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ দেন। এ ক্ষেত্রে বাড়ির দরজা খোলা থাকলে তবেই সেই গৃহে প্রবেশ করে ধনের দেবী। কারও বাড়ির দরজা বন্ধ থাকলে, তাঁর বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না ও সেখান থেকে ফিরে চলে যান। এ কারণে লক্ষ্মীপুজোর রাতে জেগে থাকার রীতি প্রচলিত আছে।

নিশীথে বরদা লক্ষ্মীঃ কো জাগর্তীতি ভাষিণী।

তস্মৈ বিত্তং প্রয়চ্ছামি...।। (তিথিতত্ত্ব কোজাগরকৃত্য, রঘুনন্দন)

লক্ষ্মী কোন গৃহে বাস করেন এপ্রসঙ্গে মহাভারতের অনুশাসনপর্বে বলা হয়েছে -

বসামি নিত্যং সুভগে প্রগল্ভে

দক্ষে নরে কর্মসু বিদ্যমানে।

অক্রোধনে দেবপরে কৃতজ্ঞে

জিতেন্দ্রিয়ে নিত্যমুদীর্ণসত্ত্বে॥

আমি অর্থাৎ লক্ষ্মী সৌভাগ্যবান, নির্ভীক, সচ্চরিত্র, কর্তব্যপরায়ণ, অক্রোধী, দেবভক্তিতৎপর, কৃতজ্ঞ, জিতেন্দ্রিয় এবং সাত্ত্বিক ব্যক্তির গৃহে নিত্য বাস করি।

মা লক্ষ্মীর ধ্যানমন্ত্র-

ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ শৃণিভির্যাম্যসৌম্যয়োঃ

পদ্মাসনাস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম্।

গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বলঙ্কার-ভূষিতাম্

রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।।

অর্থ - দক্ষিণহস্তে পাশ, অক্ষমালা এবং বামহস্তে পদ্ম ও অঙ্কুশধারিণী, পদ্মাসনে উপবিষ্টা, শ্রীরূপা, ত্রিলোকমাতা, গৌরবর্ণা, সুন্দরী, সর্বালঙ্কারভূষিতা, ব্যগ্রহস্তা স্বর্ণপদ্মধারিণী এবং দক্ষিণহস্তে বরদাত্রী দেবীকে ধ্যান করি।

পুষ্পাঞ্জলি মন্ত্র -

নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে।

যা গতিস্ত্বৎপ্রপন্নানাং সা মে ভূয়াৎ ত্বদর্চনাৎ॥

অর্থ - হে বিষ্ণুপ্রিয়া সকল দেবতাদের বর প্রদানকারী আমি আপনাকে প্রণাম জানাই, যারা আপনার শরণাগত তাদের গন্তব্যই আপনার পূজা করে আমার হয়ে উঠুক।

প্রণাম মন্ত্র -

ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।

সর্বতঃ পাহি মাং দেবি মহালক্ষ্মি নমোঽস্তু তে॥

অর্থ - হে পদ্মা, হে পদ্মালয়া, হে শুভা আপনি বিশ্বরূপার পত্নী। হে দেবী, হে মহালক্ষ্মী সব দিক থেকে আমাকে রক্ষা করুন, আমি আপনাকে প্রণাম করি।

No comments:

Post a Comment