বহুব্রীহিসমাস
अन्यपदार्थप्रधानो बहुव्रीहिः
যে
সমাসে অন্যপদের
অর্থাৎ সমাসাঘটকপদের
অর্থ প্রধান
হয় অর্থাৎ
ক্রিয়ার সঙ্গে
অন্বিত হয়
তাকে বহুব্রীহিসমাস
বলে। যেমন
– পীতাম্বরম্ আনয়।
এখানে পীতশব্দের
অম্বরশব্দের বা
যে অর্থ
সে আনয়নক্রিয়ার
সঙ্গে অন্বিত
হয় না
কিন্তু সমাসাঘটক
শ্রীকৃষ্ণ পদের
যে অর্থ
সেই অর্থ
অন্বিত হওয়াই
এখানে অন্যপদার্থের
প্রাধান্য স্পষ্ট,
তাই পীতাম্বর
বহুব্রীহিসমাস।
शेषो
बहुव्रीहिः
যা
বলা হয়েছে
তার থেকে
ভিন্নই হল
শেষ এবং
তা হল
প্রথমা। যেহেতু
দ্বিতীয়া প্রভৃতি
সপ্তমী পর্যন্ত
সমাস বিহিত
হয়েছে। তাই
প্রথমান্ত পদের
যে সমাস
তাকে বহুব্রীহি
বলে।
अनेकमन्यपदार्थे
अनेकं
प्रथमान्तम् अन्यस्य पदस्यार्थे वर्तमानं वा समस्यते स बहुव्रीहिः।
দুই
বা ততোধিক
প্রথমান্ত পদের
অন্য পদের
অর্থাৎ প্রথমান্ত
ভিন্ন পদের
অর্থে বিকল্পে
বহু্ব্রীহি সমাস
হয়। যেমন
–
প্রাপ্তম্
উদকং য়ং
সঃ – প্রাপ্তোদকঃ
গ্রামঃ
ঊঢঃ
রথঃ য়েন
সঃ – ঊঢরথঃ
অনড্বান্
উপহৃতঃ
পশুঃ য়স্মৈ
সঃ – উপহৃতপশুঃ
রুদ্রঃ
উদ্ধৃতঃ
ওদনঃ য়স্যাঃ
সা – উদ্ধৃতৌদনা
স্থালী
পীতম্
অম্বরং য়স্য
সঃ – পীতাম্বরঃ
হরিঃ
বীরাঃ
পুরুষাঃ য়স্মিন্
সঃ – বীরপুরুষকঃ
গ্রামঃ
प्रादिभ्यो
धातुजस्य वाच्यो वा चोत्तरपदलोपः
প্র
প্রভৃতির পরে
ধাতুজ অর্থাৎ
কৃদন্ত যে
শব্দ তদন্ত
প্রথমান্তশব্দের অন্য
প্রথমান্তের সঙ্গে
বিকল্পে সমাস
হয় এবং
বহুব্রীহি সমাসে
পূর্বপদে স্থিত
ধাতুজ উত্তরপদের
বিকল্পে লোপ
হয়। যেমন
–
প্রপতিতানি
পর্ণানি য়স্য
সঃ – প্রপতিতপর্ণঃ,
প্রপর্ণঃ।
नञोऽस्त्यर्थानां
वाच्यो वा चोत्तरपदलोपः
নঞ্
এর পরে
অস্ত্যর্থক বিদ্যমানাদি
যে শব্দ
তদন্ত প্রথমান্তশব্দের
অন্য প্রথমান্তের
সঙ্গে বিকল্পে
সমাস হয়
এবং বহুব্রীহি
সমাসে পূর্বপদে
স্থিত অস্ত্যর্থক
উত্তরপদের বিকল্পে
লোপ হয়।
যেমন –
অবিদ্যমানঃ
পুত্রঃ য়স্য
সঃ – অবিদ্যমানপুত্রঃ,
অপুত্রঃ
सप्तमीविशेषणे
बहुव्रीहौ
সপ্তম্যন্ত
এবং বিশেষণ
বহুব্রীহিতে পূর্বে
প্রযুক্ত হয়।
বিশেষণের উদাহরণ
যথা – পীতম্
অম্বরং য়স্য
সঃ – পীতাম্বরঃ
এখানে পীতশব্দ
বিশেষণবাচক তাই
তার পূর্বে
প্রয়োগ দৃষ্ট
হয়। সপ্তম্যন্তের
উদাহরণ যথা
– কণ্ঠেকালঃ ইত্যাদি।
কণ্ঠে কালঃ
য়স্য সঃ
– কণ্ঠেকালঃ এখানে
কণ্ঠশব্দটি সপ্তম্যন্ত
তাই তার
পূর্বে প্রয়োগ
হয়েছে। সপ্তম্যন্তের
সমাসে পূর্বপ্রয়োগ
বিধানের দ্বারা
এটাও বোঝা
যায় যে
বিভক্তি ভিন্ন
হলেও বহুব্রীহি
হয়।
हलदन्तात्
सप्तम्याः संज्ञायाम्
সংজ্ঞা
বোঝালে উত্তরপদে
পরে হলন্ত
ও অদন্ত
শব্দ থেকে
বিহিত সপ্তমীর
লুক্ অর্থাৎ
লোপ হয়
না। যেমন
– কণ্ঠেকালঃ,
ত্বচিসারঃ ইত্যাদি।
निष्ठा
বহুব্রীহিসমাসে
নিষ্ঠান্তশব্দের পূর্বে
প্রয়োগ হয়।
যেমন – য়ুক্তঃ
য়োগঃ অনেন
সঃ – য়ুক্তয়োগঃ।
स्त्रियाः
पुंवद्भाषितपुंस्कादनूङ् समानाधिकरणे स्त्रियामपूरणीप्रियादिषु
সমানাধিকরণ
অর্থাৎ সমানবিভক্তিবিশিষ্ট
স্ত্রীলিঙ্গ উত্তরপদপরে
থাকলে ঊঙ্
প্রত্যয়ান্তভিন্ন ভাষিতপুংস্ক
স্ত্রীলিঙ্গশব্দের পুংবদ্ভাব
হয়, পূরণপ্রত্যয়ান্ত
ও প্রিয়াদিশব্দ
থাকলে পুংবদ্ভাব
হয় না।
যেমন – চিত্রাঃ
গাবঃ য়স্য
সঃ – চিত্রগুঃ,
রূপবতী ভার্য়া
য়স্য সঃ
– রূপবদ্ভার্য়ঃ ইত্যাদি।
अप्
पूरणीप्रमाण्योः
পূরণার্থপ্রত্যয়ান্ত
যে স্ত্রীলিঙ্গ
শব্দ তদন্ত
বহুব্রীহির এবং
প্রমাণীশব্দান্ত বহুব্রীহির
থেকে সমাসান্ত
অপ্ হয়।
যথা – কল্যাণী
পঞ্চমী য়াসাং
রাত্রীণাং তাঃ
কল্যাণীপঞ্চমাঃ,
স্ত্রী প্রমাণী
য়স্য সঃ
স্ত্রীপ্রমাণঃ
बहुव्रीहौ
सक्थक्ष्णोः स्वाङ्गात् षच्
স্বাঙ্গবাচী
সক্থিশব্দ ও
অক্ষিশব্দ যে
বহুব্রীহির অন্তে
থাকবে তার
থেকে সমাসান্ত
ষচ্ প্রত্যয়
হয়। যথা
– দীর্ঘে সক্থিনী
য়স্য সঃ
– দীর্ঘসক্থঃ,
জলজে ইব
অক্ষিণী য়স্যাঃ
সা জলজাক্ষী
द्वित्रिभ्यां
ष मूर्ध्नः
বহুব্রীহিসমাসে
দ্বি এবং
ত্রি শব্দের
পরে যদি
মূর্ধন্ শব্দ
থাকে তাহলে
সমাসান্ত ষ
প্রত্যয় হয়।
যথা – দ্বৌ
মূর্ধানৌ য়স্য
সঃ – দ্বিমূর্ধঃ,
ত্রয়ো মূর্ধানো
য়স্য সঃ
– ত্রিমূর্ধঃ
अन्तर्बहिभ्याञ्च
लोम्नः
বহুব্রীহিসমাসে
অন্তর্ এবং
বহিস্ অব্যয়ের
পরে যদি
লোমন্ শব্দ
থাকে তাহলে
সমাসান্ত অপ্
প্রত্যয় হয়।
যথা – অন্তঃ
লোমানি য়স্য
সঃ – অন্তর্লোমঃ,
বহিঃ লোমানি
য়স্য সঃ
– বহির্লোমঃ
पादस्य
लोपोऽहस्त्यादिभ्यः
বহুব্রীহিসমাসে
হস্তাদিভিন্ন উপমানবাচক
শব্দের পরে
যদি পাদশব্দ
থাকে তাহলে
সমাসান্ত লোপ
হয়। যথা
– ব্যাঘ্রপাদৌ ইব
পাদৌ য়স্য
সঃ - ব্যাঘ্রপাৎ
संख्या-सुपूर्वस्य
বহুব্রীহিসমাসে
সংখ্যাবাচক শব্দ
এবং সু
অব্যয় পূর্বে
আছে এমন
যে পাদশব্দ
তার সমাসান্ত
লোপ হয়।
যথা – দ্বৌ
পাদৌ য়স্য
সঃ দ্বিপাৎ,
ত্রয়ঃ পাদাঃ
য়স্য সঃ
ত্রিপাৎ
उद्विभ्यां
काकुदस्य
বহুব্রীহিসমাসে
উদ্ অথবা
বি নিপাতের
পরে যদি
কাকুদ শব্দ
থাকে তাহলে
সমাসান্ত লোপ
হয়। যথা
– উদ্গতং কাকুদং
য়স্য সঃ
- উৎকাকুৎ,
বিগতং কাকুদং
য়স্য সঃ
- বিকাকুৎ।
पूर्णाद्विभाषा
বহুব্রীহিসমাসে
পূর্ণশব্দের পরে
যদি কাকুদ
শব্দ থাকে
তাহলে বিকল্পে
সমাসান্ত লোপ
হয়। যথা
– পূর্ণং কাকুদং
য়স্য সঃ
পূর্ণকাকুৎ
सुहृद्-दुर्हृदौ
मित्रामित्रयोः
বহুব্রীহিসমাসে
সু এবং
দুর্ নিপাতের
পরে যদি
হৃদয় শব্দ
থাকে তাহলে
তার স্থানে
হৃৎ আদেশ
হয় ক্রমশঃ
বন্ধু ও
শত্রু বোঝালে।
যথা – সু
হৃদয়ং য়স্য
সঃ - সুহৃৎ,
দুঃ হৃদয়ং
য়স্য সঃ
- দুর্হৃৎ
उरःप्रभृतिभ्यः
कप्
বহুব্রীহিসমাসে
উরস্ প্রভৃতি
শব্দ যদি
অন্তে থাকে
তাহলে সমাসান্ত
কপ্ প্রত্যয়
হয়। ব্য়ূঢম্
উরঃ য়স্য
সঃ – ব্যূঢোরস্কঃ
सोऽपदादौ
পাশ-কল্প-ক-কাম্য
এই চারটি
প্রত্যয় পরে
থাকলে বিসর্গের
স্থানে সকার
আদেশ হয়।
যথা – ব্যূঢোরস্কঃ
इणः षः
পাশ-কল্প-ক-কাম্য
এই চারটি
প্রত্যয় পরে
থাকলে ইণ্
প্রত্যাহারের পরের
বিসর্গের স্থানে
ষকার আদেশ
হয়। যথা
– প্রিয়ং সর্পিঃ
য়স্য সঃ
– প্রিয়সর্পিষ্কঃ
कस्कादिषु
च
কস্ক
প্রভৃতি শব্দে
ইণ্ প্রত্যাহারের
পরে বিসর্গ
থাকলে তার
স্থানে ষকার
হয় অন্যথা
সকার হয়।
যথা – ভ্রাতুঃ
পুত্রঃ – ভ্রাতুষ্পুত্রঃ,
কঃ কঃ
– কস্কঃ
शेषाद्विभाषा
যে
বহুব্রীহিসমাসে সমাসান্ত
বিহিত হয়নি,
সেখানে বিকল্পে
সমাসান্ত কপ্
প্রত্যয় হয়।
যথা – মহদ্
যশঃ য়স্য
সঃ – মহায়শস্কঃ,
মহায়শাঃ
সমানাধিকরণবহুব্রীহিঃ –
দ্বিতীয়ার্থবহুব্রীহিঃ
– প্রাপ্তম্ উদকং
য়ং সঃ
– প্রাপ্তোদকঃ গ্রামঃ
তৃতীয়ার্থবহুব্রীহিঃ – ঊঢঃ
রথঃ য়েন
সঃ – ঊঢরথঃ
অনড্বান্
চতুর্থ্যর্থবহুব্রীহিঃ – উপহৃতঃ
পশুঃ য়স্মৈ
সঃ – উপহৃতপশুঃ
রুদ্রঃ
পঞ্চম্যর্থবহুব্রীহিঃ
– উদ্ধৃতঃ ওদনঃ
য়স্যাঃ সা
– উদ্ধৃতৌদনা স্থালী
ষষ্ঠ্যর্থবহুব্রীহিঃ
– পীতম্ অম্বরং
য়স্য সঃ
– পীতাম্বরঃ হরিঃ
সপ্তম্যর্থবহুব্রীহিঃ
– বীরাঃ পুরুষাঃ
য়স্মিন্ সঃ
– বীরপুরুষকঃ গ্রামঃ
প্রাদিবহুব্রীহিঃ
– প্রপতিতং পর্ণং
য়স্য সঃ
– প্রপর্ণঃ
নঞ্বহুব্রীহিঃ
– অবিদ্যমানঃ পুত্রঃ
য়স্য সঃ
– অপুত্রঃ
ব্যধিকরণবহুব্রীহিঃ
–
চক্রং
পাণৌ য়স্য
সঃ – চক্রপাণিঃ,
বীণা পাণৌ
য়স্যাঃ সা
- বীণাপাণিঃ
No comments:
Post a Comment